ভালোবাসা এমন হোক ,
যে ভালবাসায় রংধনুর সব রং থাকবে
সাতটি রংয়ের ভেলায় চড়ে রং ছড়াবে
দূর গাঁয়ের ঐ মেঠোপথে হাটতে যাবে
হাতের পরে হাত রেখে সে পথ হারাবে।
ভালোবাসা এমন হোক,
যে ভালোবাসার ক্যানভাসে আঁকার জন্য
হতে হবে না রং তুলির প্রয়োজনে হন্য।
মনের রঙে রাঙিয়ে ভুবন হবে যে অনন্য
না হয় হবে আমার জন্য একটুখানি বন্য।
ভালোবাসা এমন হোক,
যে ভালোবাসায় থাকবে নাকো কথার মালা
নিঃশব্দের ভাষায় জুড়াবে মনের যত জ্বালা।
চোখে চোখে হবে তব না বলা সব কথা বলা
বলতে বলতে থামবে না কভু মোদের পথ চলা।
ভালোবাসা এমন হোক,
যে ভালোবাসায় থাকবে একটি গভীর দীর্ঘশ্বাস
থাকবে মনে একসাথে পথ চলার অটল বিশ্বাস।
ভালোবাসি বলবে মোদের প্রতিটি নিঃশ্বাস
ভালোবাসার ঘরে হবে নিত্য মোদের বাস ।
ভালোবাসা এমন হোক,
যা চেনার জন্য লাগবে না তো নিয়ন আলো
ঠিক চিনে নেবে সে জ্বালিয়ে মনের আলো।
ভালোবাসার চাদরে রাখবে আমায় ভালো
মনের আলোয় ঘুচাবে মোর পথের যত কালো।।
একুশে সংবাদ.কম/এ.হ.প্র.জা.হা
আপনার মতামত লিখুন :