লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার পাবলিক লাইব্রেরির আয়োজনে অমর একুশে বই লোকজ ও শিল্প মেলায় লালমনিরহাটের বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার আলতাফুর রহমান বাদশা মিয়ার লেখা রক্তে রাঙা মাঠি মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন কে নিয়ে লেখা কবিতার বইটির মোড়ক উন্মোচিত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর একুশে বই লোকজ শিশুমেলায় `রক্তে রাঙা মাটি` বইটির
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোঃ জহির ইমাম, তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও লেখকের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন বইটির মাধ্যমে তরুণ প্রজন্ম আরো বেশি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধকে জানবে।
লেখক মোঃ আলতাবুর রহমান বাদশা দীর্ঘদিন চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধকে তরুণ প্রজন্মের মাঝে কবিতার মাধ্যমে জানানোর জন্য বলে এই বই লিখেছেন বলে জানিয়েছেন, তিনি ৩ এপ্রিল ১৯৫২ খ্রি রংপুর জেলার গঙ্গাচড়ার শংকরদহ এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
একুশে সংবাদ.কম/সি.ই/বি.এস
আপনার মতামত লিখুন :