পাহাড়, নদী, সাগর, বন কিংবা মরুর প্রান্ত ছুঁয়ে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতেও প্রেম বিদ্যমান। প্রকৃতি প্রেমের দেবতা। ছুঁয়ে দেখো না প্রকৃতির উদাস করা মাতাল রূপ মাধুর্য। সূর্য যখন অস্ত যায় অপার সাগরের বুকে, রাতের আয়োজন শুরু ধরনীর বুকে। গোধূলির আলোয় ঢাকা পড়ে চরাচর। ঠিক তার পুর্বাহ্নে প্রকৃতির মাতাল রূপ গায়ে মাখতে যায় যে নারী। নীল শাড়ি পড়া, নধর খালি পা সাগরের নোনা জলকে আলিঙ্গন করে। নারী আর প্রকৃতি মিলেমিশে একাকার। প্রেমের অবতার ধ্যানে নিমগ্ন হয় সেই দৃশ্য কে আলিঙ্গন করতে। এখন এক চিমটি প্রেম থাকতেও পারে। আর প্রেম নিয়ে পৃথিবী জুড়ে কতনা মাখামাখি। অবাধ যৌনতা জুড়ে অধমেরা খুঁজে প্রেম। ওহে নরাধম শরীরে প্রেম থাকেনা, থাকেনা কামনায়। প্রেম বায়বীয় থাকে হৃদ মাজারে ---ক্রমশ
একুশে সংবাদ/হ.ক.প্র/জাহা
আপনার মতামত লিখুন :