বিজন গাঁয়ের দীঘল প্রান্তরে
যে কথা হয়েছিল চোখের ভাষায়
হয়তো তোমার কাছে তা কিছুই না
আমার জন্যে তা-ই যে
মুঠো মুঠো সোনা।
তোমার গচ্ছিত ধন বুকে আমার
কেন তোলে ঢেউ
কেন দিগন্তপ্রেমি সমুদ্র হাহাকার
ছুটে ছুটে যায়
গোধূলি বিকেলের পানতোয়া লালিমায়।
কেন অবারিত আকাশে সে সোনাপাখি
রাঙিয়ে তোলে আঁখি আমার
কেন মনকাড়া কাঁঠাল পাতা হয়ে
ঝরে পড়ে তা বিবর্ণ প্রান্তরে।
কেন এতো ধড়ফড়ানি
কেন এতো আকুলিবিকুলি
অন্ধকার এই মনের ঘরে
একোন হাওয়ার লাগে দোলা
কে ডাকে আমায় নীপবনে
তুই যে আমার হারিয়ে ফেলা
সেই সোনামুখি সুই
সুতো হয়ে আমি খুঁজে ফিরি মুখ
কই গেলি তুই।
আপনার মতামত লিখুন :