বৈরী সময়
আ শ রা ফু ল ই স লা ম
==================
মাঝে মাঝে নিজেকেই নিজের প্রতিপক্ষ মনে হয়
নিজেরই ছায়া যেন সামনে এসে দাঁড়ায় নিজের বিরোধিতায়
চারিদিকে দেখি কেবলই ভীরু শূন্যতা
সভ্যতার আড়ালে ক্রমাগত বাড়ছে কাঁচের দেওয়াল
প্রকৃতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষে মানুষে বৈরীতা
ইউক্রেন থেকে গাজা সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে আজ যুদ্ধবাজ সৈনিকেরা
যে শিশু কেবলই জন্ম নিল সেতো জানে না কী তার অপরাধ
তবুও কেন গুলি মর্টারশেলে ক্ষতবিক্ষত তার ক্ষুদ্র দেহ অবয়ব
কেনইবা তাকে হতে হলো পৈশাচিকতার বলিদান।
ভীষণ লজ্জা হয় যখন দেখি ভন্ডামির ছদ্মাবরণে
মুখ ঢেকেছে মানবতার ফেরিওয়ালা
যেন একে একে সব প্রদীপ নিভে যায়
মুখ থুবড়ে পড়ছে আশার বাতিঘর
এ কেমন বৈরী সময় করছি পার
শিল্প সাহিত্য সংস্কৃতি সবখানেই দেখি রুচির অবক্ষয়
খ্যাতির চেয়ারে বসা আজ কীর্তিহীন মানুষেরা
অজ্ঞনতার আড়ালে জ্ঞানীরা মুখ লুকায়
তাই নিজেকেই নিজের চিনতে বড় কষ্ট হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :