রাজনীতি এখন (সনেট)
এসএম মোজাম্মেল হক
রাজনীতি এখন তো জনতার নয় মুখোশের আড়ালেই যার পরিচয়। জনতার প্রয়োজন ক্ষমতায় যেতে ক্ষমতা পেয়েই রয় নিজ কাজে মেতে।
জনতার মন জয়ে কোকিলের সুর জনতাও শুনে ভাবে কত সুমধুর। অথচ বদলে যায় ক্ষমতায় গেলে আপন স্বার্থেই রত জনগণ ভুলে।
জনতাও মহাচাপে ভয়ে কথা বন্ধ দেখেও বিস্মৃত ভাব মনে সদা ধন্দ। রাজনীতি যদি চলে আঁকাবাঁকা পথে জনতার দিন কাটে বেদনার সাথে। রাজনীতি যদি হয় জনতার তরে প্রশান্তি বিরাজ করে প্রতি ঘরেঘরে।
(নিউইয়র্ক, অ্যামেরিকা থেকে)
আপনার মতামত লিখুন :