AB Bank
ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাগলকাণ্ড (রম্য)


Ekushey Sangbad
এসএম মোজাম্মেল হক
০২:৫৮ পিএম, ৩০ জুন, ২০২৪
ছাগলকাণ্ড (রম্য)

ছাগলকাণ্ড (রম্য)

এসএম মোজাম্মেল হক

 

রাম ছাগলের কাণ্ডতেই গরম পুরা দেশ

ঊচ্ছন্নে যায় ধর্মানুরাগ কুটুম্বিতাও শেষ।

চিন্তা ছিল সেলফি প্রকাশ ধন্য করবে বেশ

কিন্তু তাতেই অর্জিত সব সুনাম হলো শেষ।

 

বাবা হল বুদ্ধির ঢেঁকি সম্পর্ক করল মেকি

শুনেই হয় আকেল গুরুম করল এটা কি!

দেয় সে খোদার দোহাই রেহাই হয় না তবু

অর্থের উৎস খুঁজতেই সে একেবারে কাবু।

 

অজানা সব মুখরোচক গল্পের নেই শেষ

মুখ লুকানই কঠিন হলো যশ-খ্যাতি শেষ।

সেলফি তোলার ফুটানিতে বহু মনুষ ফাঁদে

সৎকর্মের অভাব হলে তারাই শেষে কাঁদে।

 

বিশালদেহী ছাগল দেখতে বোধ হয় ঘোড়া

প্রচারে বেশ বাড়বে সুনাম দোষত্রুটি থোরা।

অথচ তা রাতারাতি ধ্বংস করে যশ-খ্যাতি,

এক ছাগলেই ত্র্যহস্পর্শ হতভম্ব পুরা জাতি।

 

এক ছাগলের গুঁতোয় কাবু ধনকুবের তিন

সবাই হলো নাজেহাল বাজছে করুণ বীণ।

শেখার আছে অনেক কিছু এই ঘটনা থেকে

শুভ বুদ্ধির উদয় হোক এই অনাচার দেখে।

 

(নিউইয়র্ক, অ্যামেরিকা, জুন•২৯•২০২৪)

Link copied!