মেহরিমা, যে শহরে তোমার খোঁপায় ফুল গুঁজিয়ে দেওয়ার অপরাধে আমাকে দিবে দন্ড;
—সে শহরে আমি প্রতিনিয়ত ভাঙব আইন।
তোমাকে না পেলে, —এই শহর-রাষ্ট্র-সমাজ-ধর্ম-মানুষ এসব দিয়ে কী করব! —একে একে সব করব ত্যাগ;
দুর্ধর্ষ তাতারবাহিনী পুনর্গঠন করে —পৃথিবীতে চালব ধ্বংসলীলা!
—“প্রতিটা দেশের সংসদভবনে জ্বালিয়ে দেব ভিসুভিয়াসের আগুন;
আগ্রাসী তপ্তগ্নিশিখার ভেতর তুষের মতো ছিটিয়ে দেব সংবিধানের একেকটা পৃষ্ঠা।
—প্রতিটা ব্যস্ত শহর-নগরে ঝুলিয়ে দেব নিষিদ্ধতালা,
—মানুষের রক্তে ভূমধ্যসাগরের পানি করে দেব লাল,
মাথারখুলি দিয়ে তৈরি করব —মিশরীয় পিরামিড,
মারিয়ানাট্রেঞ্জের অতল গহ্বর পূর্ণ করব লাসের দাফনে।
—আদেশনামা নিজের হাতে লিখে প্রকাশ্য দিবালোকে ভালোবাসার বিপ্লব ঘটিয়ে, ফাঁসিতে ঝুলাব প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে।”
শুধু তোমার জন্য —সূর্যেরতাপে ভেনাসের মতো আমার ক্রোধানলে পোড়ে ছারখার হবে সবুজ পৃথিবী।
সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ভগ্নহৃদয়ে সকল ব্যাথা চোখে ধরে, উচ্চকণ্ঠে বলব—“আমিই প্রেমিক আমিই বিপ্লবী”
একুশে সংবাদ/ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :