মায়ের বুকে মস্ত আরাম,
আদর সোহাগ জমা-
যতই করি বেয়াদবি,
করে দেয় সে ক্ষমা।
তার হৃদয়ে বিশাল নদী,
সাহস ভরা ঢেউ-
জগৎ ভরা লোক আছে যে,
জানে না তো কেউ।
এখনো তো ছোট্ট খোকা,
বয়স হউক যত-
আমার মাঝে আমার মা,
থাকবে অবিরত।
মায়ের বুকে মস্ত আরাম,
আদর সোহাগ জমা-
যতই করি বেয়াদবি,
করে দেয় সে ক্ষমা।
তার হৃদয়ে বিশাল নদী,
সাহস ভরা ঢেউ-
জগৎ ভরা লোক আছে যে,
জানে না তো কেউ।
এখনো তো ছোট্ট খোকা,
বয়স হউক যত-
আমার মাঝে আমার মা,
থাকবে অবিরত।
আপনার মতামত লিখুন :