=== বাঁশ থেরাপি ===
মোয়াজ্জেম হোসেন
বাঁশ গেল, বাঁশ দেব-
কথায় কথায় বলি,
কেউবা আবার বাঁশের ভয়ে
সোজা পথে চলি।।
বাঁশ নিয়ে তাই অনুভূতি
হরেক রকম হয়-
বাঁশ চালান দিলে পরে,
দুষ্টরা পায় ভয়।।
গভীর রাতে বাঁশ বাগানে,
বিড়াল যদি ডাকে-
অনাসৃষ্টি ঘটবে বলে,
জড়িয়ে ধরি মাকে।।
তারপরও বাঁশ শুধু
বাঁশের জন্য নয়-
বাঁশের দ্বারা ভাল কাজ,
ইচ্ছে করলেই হয়।।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :