‘মোল্লা বাড়ির গিন্নি
মুইত্যা রানদে শিন্নি
শিন্নি অইছে গানধা
ওর নানিরে হানধা’
প্রেক্ষাপট :
রানদে=রান্না করা, গানধা=গন্ধ হওয়া, হানধা= জোর করে খাওয়ানো।
এই লোককথাটি কোনো এক গ্রামের মোল্লাকে উদ্দেশ্য করে সেসময় বলা হয়েছে। মোল্লা একটা বংশের নাম। আবার গ্রামে যারা মক্তবে পড়াশুনা করাতেন তাদেরকেও মোল্লা হিসেবে সম্বোধন করা হতো। একটু কৃপণও হয়ে থাকেন মোল্লারা। মোল্লার বউও সেরকম হয়ে থাকেন। তাই মোল্লার বউ শিন্নি রান্না করতে গেলে কৃপণতা করে মিষ্টি (খেজুরের রস বা গুড় বা চিনি) কম দেয়। মোল্লার বউ শিন্নিতে ‘মিষ্টি কম দেওয়াকে’ই ব্যঙ্গ করে ‘মুইত্যা রান্ধে শিন্নি’ বলা হয়।
সংগ্রহকারী : এমডি মোস্তাফিজুর রহমান জাকির
সংগ্রহের সময়: ২০২৪
স্থান :বালি বাড়ি, গ্রাম : হস্তিশুন্ড, ইউনিয়ন : বামরাইল, উপজেলা : উজিরপুর, জেলা :বরিশাল
মোবাইল :০১৭১১৯৭৩২০৮
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :