AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরিশালের লোকসংস্কৃতি ও প্রবাদ-প্রবচন


Ekushey Sangbad
শাহ আলম ডাকুয়া
০৯:০৭ পিএম, ১৬ অক্টোবর, ২০২৪
বরিশালের লোকসংস্কৃতি ও প্রবাদ-প্রবচন

উজিরপুর উপজেলা। বরিশাল জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকসংস্কৃতির এক পীঠস্থান। এই জনপদে বিভিন্ন ধর্মের লোকজন মিলেমিশে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এ উপজেলার পরতে পরতে রয়েছে প্রবাদ-প্রবচনের অনন্য ভাণ্ডার। এখানের মানুষের কথ্যভাষায়ও রয়েছে বৈচিত্র্য। 

যেমন-

‘‘নুনদা যেডি আইল্যাও হেডি
হেডির ঝি হেডি’’

শব্দ পরিচিতি : নুনদা= লবণ দিয়া, যেডি= যতগুলো, আইল্যা=লবণ ছাড়া খাদ্য, হেডি= তিরস্কারমূলক উক্তি, ঝি= (মেয়ে) এই প্রবাদপ্রবচনের ঝি মানে পুতের বউকে বোঝানো হয়েছে। আগের যুগে শাশুড়িরা  পুতের বউয়ের বাপের বাড়ির পদবি ধরে বউকে ডাকতো-যেমন- কাজির ঝি, হাওলাদারের ঝি, শেখের ঝি এরকম।

প্রেক্ষাপট :
এক বাড়ির মুখরা শাশুড়ি বউকে প্রায়ই খোটা মেরে কথা বলতো। বউয়ের সব কাজের খুত ধরাই যেন শাশুড়ির স্বভাব। বউ যে শাশুড়ির মেয়ের মতো একজন মেয়ে তা যেন ভাবতেই পারতো না ওই শাশুড়ি।
বউয়ের খাওয়া-দাওয়া নিয়েও শাশুড়ি তাই মাঝে মাঝেই খোটা দিতো। শাশুড়ির ধারণা বউ অনেক খায়। সেটা তার পছন্দ নয়। শাশুড়ির মনের সেই অভিব্যক্তিই এ প্রবাদপ্রবচনে প্রকটভাবে ফুটে উঠেছে।

 

সংগ্রাহক: 

শাহ আলম ডাকুয়া, সংগ্রহের সময়: ১৯৬৯ ইংরেজি
সংগ্রহের স্থান: ডাকুয়া বাড়ি, গ্রাম: হস্তিশুন্ড, ইউনিয়ন: বামরাইল, উপজেলা : উজিরপুর, জেলা: বরিশাল।
মোবাইল নং-০১৯৮৫-১৮৪৬৯৮

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!