== ইচ্ছে ছিল একদিন==
আ শ রা ফু ল ই স লা ম
=================
ইচ্ছে ছিল একদিন তোমাকে নিয়ে
যাবো মিসরের পিরামিডে
ঘুরবো হিমালয়ের পাদদেশে
পত্র-পল্লবে এক সুশোভিত ছায়ার মত
খাঁ খাঁ রোদ্দুরে সহচরী হয়ে
দাঁড়াবো তোমারই পাশে।
কিন্ত তা আর হয়ত হলো না
হারিয়ে গেছে আমার সব নিপুণ শব্দমালা
শুকিয়েছে লাল কলমের কালি
কবিতা লিখতে পারছি না আজ
উঠেছে জেগে হৃদয়ের চোরাবালি।
কিন্তু আমিতো শিল্পী; শিল্প আমার সাধনা
আমাকে হত্যা করলে এ কোন বিভীষিকায়?
তবুও জেনে রেখো মৃত এই আমি অনেক
বেশি শক্তিশালী জীবিতের তুলনায়।
মেরুল বাড্ডা, ঢাকা: ২০ অক্টোবর-২০২৪ ইং
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :