AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আশরাফুল ইসলাম এর একটি কবিতা == ছায়াপথে বসে ==


Ekushey Sangbad
আশরাফুল ইসলাম
১২:১০ পিএম, ১১ নভেম্বর, ২০২৪
আশরাফুল ইসলাম এর একটি কবিতা == ছায়াপথে বসে ==

== ছায়াপথে বসে ==

আ শ রা ফু ল ই স লা ম

==================

 

পৃথিবীর ছায়াপথে.......

হাজার বছর ধরে চলেছি হেঁটে

দেখেছি কত মরু প্রান্তর, সমুদ্রের সফেদ ফেনা

বিস্তীর্ণ সবুজ মাঠ; সাহারার লু হাওয়া

আমাজানের গহীন জঙ্গল, ইউরোপের চেরি ফুলের বাগান

মিশরের পিরামিড, ব্যবিলনের ঝুলন্ত উদ্যান।

দেখেছি কত শত প্রাচীন জনপদ

মোঘল ফারাওয়ের হেরেম; কতনা বাদশাহ আমির সুলতান।

কখনও যুদ্ধ, কখনও শান্তির সুবাতাস

প্রাকৃতিক বিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছে পৃথিবী

নতুন করেছে পুরাতনেরে করাঘাত।

সময়ের ব্যবধানে পাল্টিয়েছে মানুষের মন

রুচি, শিল্প সংস্কৃতি ইতিহাস সভ্যতা শাসন।

শুধু এখনও পাল্টায়নি পাখির ডাক

সূর্যের হাসি আর দোয়েলের শীষ দেওয়া গান

এখনও পূর্বদিকেই সূর্য ওঠে, পশ্চিমে অস্ত যায়

শ্বাশত এ নিয়মের এতটুকু ঘটেনি ব্যত্যয়।

এখনও কিছু লোক গান ফুল ফল পাখি ভালোবাসে

ভোরের প্রার্থনা শেষে রুটির সন্ধানে নামে।

কেউ চায় সহজে সবকিছু পেতে

কেউবা বেঁচে থাকে ঠেলাগাড়ি ঠেলে

ধনী-গরীব উচুৃ-নিচুর ব্যবধান ছিলো

এখনও যা আছে সবখানে

শোষক-শোষিত সেও তো শ্বাশত

একটুও বদলায়নি তা সময়ের তালে।

হয়তো এভাবেই সভ্যতা এগিয়ে যাবে

যদি কোনদিন এর ব্যত্যয় ঘটে

সেদিন হয়তো সূর্য উঠবে না আকাশে

পৃথিবী ভরবে গভীর অন্ধকারে

জানিনা কি নাম দেবো তাকে

প্রলয় নাকি নতুন সৃষ্টির প্রয়াস তারে

সেদিনও কি আমি দেখবো তা

ওই ছায়াপথে বসে কৌতুহল ভরে।।

 

বাড্ডা, ঢাকাঃ ১১ নভেম্বর ২০২৩ ইং

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!