== বিপ্লবী নাকি বৈরাগী ==
আ শ রা ফু ল ই স লা ম
===================
জানিনা সব ছেড়ে কি বৈরাগী হবো
নাকি বিপ্লবী; ভেঙে চুরে সব করবো বিনাশ।
সেই যে ছেলেবেলায় স্বপ্ন দেখতাম
কার্ল মার্কস লেনিন চে গুয়েভারার শ্রেণিশত্রু নাশ
কিন্তু বড় হয়ে বুকে ধারণ করলাম
হাছন লালন আর পাগলা কানাই।
এ জীবন সায়াহ্নে পাইনা ভেবে
তাহলে কি ভুল ছিলো পথ অহিংসতার?
চারিদিকে দেখি বিষধর সাপ তুলেছে ফনা
বাঁশের বাশরি কি এখন হবে তলোয়ার
সাধের একতারা দিয়ে বেরুবে কি বুলেটের আওয়াজ
নিরস্ত্র বৈষ্ণবে হবে কি অসূরের মুন্ডুপাত।
তাই ভাবি বিপ্লবী না বৈরাগী কোন পথে হাঁটি
গুলির বিপরীতে কি ফুল ছিঁটাবো রাশি রাশি
তবে এও সত্য; ব্যাঘ্র আর সিংহের মতো নয়
পিঁপিলিকার মতো আমরা কোনোমতে হাজার বছর
বেঁচে থাকতেই যেন বড্ড বেশি ভালোবাসি সবাই।।
আনন্দনগর, বাড্ডা, ঢাকাঃ ১৮ নভেম্বর২০২৪ ইং।
আপনার মতামত লিখুন :