== এই স্বদেশ ভূমি আমার ==
আ শ রা ফু ল ই স লা ম
====================
এইখানের এই পূণ্য স্বদেশ ভূমি আমার
তোমার কাছে আমার ঋণ অপার।
এইখানের এই জল বায়ু আবহাওয়ায়
আমার এই লকলকে শরীর বেড়ে ওঠা
এইখানের রোদ ঝড় বৃষ্টিতে আমার
কোমল দেহ হয়েছে সুঠাম।
এইখানের ভাষা সাহিত্য সঙ্গীত শিল্পকলা
আমাকে করেছে ঋদ্ধ সংস্কৃতিবান
এখানের শস্য শ্যামল ফুল ও ফল
আমাকে করেছে ধানে ধনে পূণ্যবান।
এইখানের সাগর নদী পাহাড়
আমাকে শিখিয়েছে মাথা উঁচু করে দাড়াবার।
তাই হে স্বদেশ ভূমি আমার
তোমার কাছে আমার ঋণ অপার
আমার সাধ্য নেই তা শোধরাবার।।
ঢাকাঃ পহেলা ডিসেম্বর, ২০২৪ইং
আপনার মতামত লিখুন :