AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরের কথ্যভাষার স্বরূপ


Ekushey Sangbad
সামসুল আলম জুলফিকার
০৪:৩৩ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২৪
উজিরপুরের কথ্যভাষার স্বরূপ

বর্তমান (২০২৪) বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা ছিল জলমগ্ন। প্রথম ও দ্বিতীয় শতাব্দীর দিকে বাবুগঞ্জ, উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া, কোটালিপাড়া (তখন এ ভূখণ্ডের নাম কি ছিল তার সঠিক তথ্য পাওয়া যায়নি) ছিল জনবসতিপূর্ণ স্থলভাগ। এককথায় বলতে গেলে- উজিরপুর এলাকা দক্ষিণের আদি ভূভাগের মধ্যে অন্যতম নিদর্শন। এখানের কৃষ্টি-কালচারেও রয়েছে পুরনো ছোঁয়া। 

উজিরপুরের গ্রামে গ্রামে আধুনিকতার ছোঁয়া লাগলেও এখনও সাধারণ মানুষজনের মধ্যে কথ্যভাষায় পুরনো শব্দের ব্যবহার ও উচ্চারণ লক্ষ করা যায়।
যেমন-
১. ‘ম্যাবাই মোরে অ্যাট্যা ক্যালা দ্যাও, মুই অ্যাট্টু উরুম খামু।’
ম্যাবাই= বড় ভাই/ মিয়া ভাই, মোরে= আমাকে/ আমারে, অ্যাট্যা= একটা, ক্যালা=কলা, মুই= আমি, অ্যাট্টু= একটু, উরুম= মুড়ি, খামু= খাবো।
২. ‘মুই কি কইছি আমনেরা বোজ্জেন?’
মুই= আমি, কইছি= বলছি, আমনেরা= আপনারা, বোজ্জেন= বুঝেছেন 
৩.  বাবো, গরু চাইরডার মুহে ঠুঁই বাইন্দা দ্যাও, মুই কোলায় লইয়া যাই। আইজগো মুই  পেরতম আল চমু। 
বাবো= বাবা, চাইর=চার/৪টি, মুহে= মুখে, ঠুঁই= গরু যাতে ফসলাদি না খেতে পারে সে জন্য বাঁশ বা বেতের তৈরি মুখোশ। বাইন্দা= বাঁধা,  কোলায়= খেত, জমি,  আইজগো= আজ/ আজকে,  মুই= আমি, পেরথম= প্রথম, আল= হাল, চমু= চাষ দিমু/ চাষ করা।

সংগ্রহকারী : সামসুল আলম জুলফিকার
সাধারণ সম্পাদক, সৎসঙ্গ ফাউন্ডেশন, 
কেন্দ্রীয় কমিটি, ঢাকা

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!