নাবিক
এইচ এম হাবিব
সন্ধে হলো নোঙর তোলো
বিজয় এখনো বাকি!
বীরের বেশে ফিরবো দেশে,
জীবন রেখেছি বাজি।
বারুদের ঘ্রাণ আসছে ভেসে,
শত্রুরা বুঝি এই এলো,
বিষাক্ত ছোবল দিবে বলে।
যোয়ান তুমি অশ্রু মুছে,
অস্ত্র হাতে এগিয়ে চলো।
খানিক বাদে শব্দ হলো,
পাখির মতো প্রাণটি ঝরে গেলো,
তবুতো হায় দেশ মাতা
তোমার গায়ে লাগেনি আঘাত,
হাসি হাসি প্রাণ দিতে
তোমার ছেলে করেনিকো ভয়।
সমুদ্রের বুক চিরে
শত ঝড়বৃষ্টি অপেক্ষা করে
নিত্যদিন ছুটে চলা
অকুতোভয় নাবিক মোড়া।
একুশে সংবাদ/যাবিদ
আপনার মতামত লিখুন :