AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক গণমাধ্যমে বেনাপোল এক্সপ্রেসের আগুন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩৩ এএম, ৬ জানুয়ারি, ২০২৪
আন্তর্জাতিক গণমাধ্যমে বেনাপোল এক্সপ্রেসের আগুন

রাজধানী ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে নাশকতাকারীদের দেয়া আগুনে পুড়ে অঙ্গার চারজন। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতের ভয়াবহ এ অগ্নিসন্ত্রাসের খবর দেশের পাশাপাশি ব্যাপক প্রচার হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে ট্রেনে আগুনের ঘটনায় দেশটিতে উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। দেশটির কয়েকটি বিরোধী দল নির্বাচন বয়কট করেছে এবং তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মেগাসিটির প্রধান রেল টার্মিনালের কাছে ঢাকার পুরনো অংশের গোপীবাগে ট্রেনটিতে আগুন লাগে। বাংলাদেশের ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রেনের চারটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। ট্রেনটিতে কয়েকজন ভারতীয় নাগরিকও ভ্রমণ করছিলেন বলে জানায় এনডিটিভি।

আরেক ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, বাংলাদেশের রাজধানী ঢাকার গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। দেশটির সাধারণ নির্বাচনের মাত্র দুদিন আগে এমন অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রের এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রায়ই নির্বাচনকে ঘিরে সহিংসতা দেখা যায়। দেশটিতে আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশে যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর যশোর থেকে রাজধানী ঢাকায় আসা বেনাপোল এক্সপ্রেসের অন্তত চারটি বগিতে আগুন লেগেছে। পুলিশের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, জাতীয় নির্বাচন বয়কট করা বিরোধীরা এটি করে থাকতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়, শুক্রবার একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগার পর বাংলাদেশে পাঁচজন নিহত হয়েছেন। দেশটিতে নির্বাচনের আগে যাত্রীবাহী ট্রেনে এমন আগুন লাগার ঘটনা নাশকতাই মনে হচ্ছে।

দুর্ঘটনার পর র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর গোয়েন্দারা আগুনের ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করছেন বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

তিনি জানান, ১৫৪ যাত্রী নিয়ে দুপুর ১টায় বেনাপোল থেকে কমলাপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। যাত্রাপথে ১১টি স্টেশনে বিরতি নেয় বেনাপোল এক্সপ্রেস। ট্রেনে কমলাপুরগামী যাত্রী ছিলেন ৪৯ জন। ট্রেন ঢাকায় পৌঁছানোর কথা রাত ৯টার দিকে। এর মধ্যে রাজধানীর গোপীবাগ পৌঁছালে আগুনের ঘটনা ঘটে। এতে ট্রেনের চার বড়ি পুড়ে ছাই হয়েছে। এসব বগিতে থাকা চারজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে বেশ কয়েকজন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে যায়। পরে একটি বগি থেকে মা ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।


একুশে সংবাদ/এসআর

Link copied!