জাতীয় প্রেসক্লাবে কবি হেলাল হাফিজের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, কবির পরিবারের সদস্য এবং ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
জানাজার নামাজের আগে কবি হেলাল হাফিজের বড় ভাই দুলাল হাফিজ বলেন, ‘আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। হেলালের কোনও আচরণে কেউ দুঃখ পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন।’
কবি হাসান হাফিজ বলেন, ‘হেলাল ভাইয়ের মৃত্যু আমার অঙ্গ হানির সমান। আমার কবি হওয়ার পেছনে তার বড় ভূমিকা ছিল। তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন। তিনি ছিলেন প্রেম ও দ্রোহের কবি।’
জানাজার নামাজ শেষে হেলাল হাফিজকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় উপদেষ্টা ফারুকী অনেকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা জানায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
এর আগে সকাল সাড়ে ১১টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে কবির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় হেলাল হাফিজের বড় ভাই দুলাল এ হাফিজ এ তথ্য জানিয়েছেন।
দুর্দান্ত এক কাব্যময় জীবন কাটানো কবি হেলাল হাফিজ শুক্রবার (১৩ ডিসেম্বর) মারা যান। ওইদিন চলচ্চিত্র নির্মাতা কবিবন্ধু শবনম ফেরদৌসী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কবি যে হোস্টেলে থাকতেন, সেখানকার বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। সেখান থেকে তাকে উদ্ধার করা হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :