AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাচ বাংলা ব্যাংকের গাড়িতে ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০১ পিএম, ১৮ মার্চ, ২০২৩
ডাচ বাংলা ব্যাংকের গাড়িতে ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ বাংলা ব্যাংকের টাকার গাড়িতে ডাকাতির ঘটনায় আরেক মূল পরিকল্পনাকারী সোহেলকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ।

 

শনিবার (১৮ মার্চ) দুপুরে মিন্টু রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এ কথা বলেন।

 

তিনি জানান, সোহেল রানা এক সময় মানি প্ল্যান্ট এ চাকরি করতেন। সে চালক ছিলো। তার কাছে নকল চাবি ছিলো।

 

তিনি জানান, সাভারের হেমায়েতপুর থেকে শুক্রবার (১৭ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে হেমায়েতপুর এলাকা থেকে ৮১ লাখ ৫০ হাজার টাকা এবং পল্লবীর সাগুফতা এলাকা থেকে ৬ লাখ টাকাসহ মোট ৮৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও খিলক্ষেত থেকে একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।


সোহেল রানাকে গ্রেফতারের পর ডিবি জানতে পেরেছে, সে এই ঘটনার মূল পরিকল্পনাকারী। সে এক সময় সিকিউরিটি এজেন্সি মানিপ্ল্যান্ট লিংক লিমিটেডে চালক হিসেবে চাকরি করত। চালক হিসেবে কাজ করার কারণে সে প্রতিষ্ঠানটির খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত ছিল। প্রতিষ্ঠানটির চালক থাকাকালীন সে লুটকৃত গাড়ির নকল চাবিও বানিয়েছিল। তার কাছ থেকে মানিপ্ল্যান্ট লিংকের একটি আইডি কার্ডও উদ্ধার করা হয়েছে।


গত ৯ মার্চ সকালে রাজধানীর উত্তরা থেকে বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।  এ ঘটনায় এখন পর্যন্ত ৭ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকা ও ২০ লাখ টাকা মূল্য মানের একটি নোহা মাইক্রোবাস উদ্ধার হয়েছে। সেইসঙ্গে গ্রেফতার করা হয়েছে মোট ১২ জন।


গ্রেফতারকৃতরা হলেন: চালক আকাশ মদবর, সাগর মাদবর, বদরুল আলম, সনাই মিয়া, এনামুল হক বাদশা, মো. মিজানুর রহমান, মো. হৃদয়, মো. মিলন মিয়া, ইমন হোসেন মিলন, সানোয়ার হোসেন, আকাশ ও সোহেল রানা। 

 

একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!