চলতি বছর হজে সৌদি সরকার বাংলাদেশি হাজিদের বি ও সি ক্যাটাগরিতে টাকা কমিয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন এই দুই ক্যাটাগরিতে কি পরিমাণ টাকা কমিয়েছে তা বুধবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নাটোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী এই তথ্য জানান।
চলতি বছর হজে প্রায় দেড় লাখ টাকা বৃদ্ধির বিষয়ে ফরিদুল হক বলেন, গত বছরের চেয়ে চলতি বছর সৌদি মুদ্রা এক রিয়ালে বাংলাদেশি টাকা ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে ৬০ থেকে ৬৫ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।
এছাড়া সৌদি সরকার সুযোগ সুবিধা বৃদ্ধি করায় অতিরিক্ত এক লাখ টাকা বৃদ্ধি করেছে। ফলে এবার হজে বেশি খরচ হচ্ছে।
একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :