AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২০ পিএম, ২৬ মার্চ, ২০২৩
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

‘মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস-২০২২’ উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের কাছে ফলমূল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

রোববার (২৬ মার্চ) সকালে রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডের মুক্তিযোদ্ধা টাওয়ার-১ এ  প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার মুক্তিযোদ্ধাদের কাছে এ উপহার সামগ্রী পৌঁছে দেন।

 

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনে তাদের স্মরণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

 

মুক্তিযোদ্ধারা জাতির পিতার জ্যেষ্ঠ কন্যার দূরদর্শী নেতৃত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশ করেন। স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শেখ হাসিনার নেতৃত্বের কৃতজ্ঞতা জানান। দেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় তারা সন্তোষ প্রকাশ করেন।

 

তারা বিশেষভাবে উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের নেতৃত্বে সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের প্রান্তিক মানুষের কল্যাণ হয় এবং মুক্তিযোদ্ধা ও তাদের পরিবাররা ভালো থাকেন। তারা মুক্তিযোদ্ধাদের বর্ধিত হারে ভাতা প্রদান, চিকিৎসা এবং আবাসনের সুব্যবস্থা করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

মুক্তিযোদ্ধারা মনে করেন, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ একদিন জাতির পিতার স্বপ্নের ক্ষুধা—দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ এবং আত্মমর্যাদাশীল ‘সোনার বাংলাদেশ’ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

 

এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

 

একুশে সংবাদ/এসএপি

টাইমলাইন

  1. ০২:৩৩ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ সেপ্টেম্বরে খুলে দেওয়া হবে বঙ্গবন্ধু টানেল!
  2. ০২:১০ পিএম, ১৮ এপ্রিল, ২০২৩ দারিদ্র ও ক্ষুধামুক্ত সমৃদ্ধ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  3. ১০:৪৫ পিএম, ৪ এপ্রিল, ২০২৩ অগ্নিকাণ্ডের বিষয়ে আরও সতর্ক থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  4. ০৩:৪৬ পিএম, ৪ এপ্রিল, ২০২৩ আঞ্চলিক সড়কে টোল আদায়ের নির্দেশনা প্রধানমন্ত্রীর
  5. ০২:৪৬ পিএম, ৩ এপ্রিল, ২০২৩ চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে: প্রধানমন্ত্রী
  6. ০২:২৯ পিএম, ৩ এপ্রিল, ২০২৩ কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক
  7. ০১:২৭ পিএম, ২৮ মার্চ, ২০২৩ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক
  8. ০৪:২৮ পিএম, ২৭ মার্চ, ২০২৩ প্রধানমন্ত্রীকে জো বাইডেনের শুভেচ্ছা
  9. ০৩:৩৫ পিএম, ২৬ মার্চ, ২০২৩ স্বাধীনতা দিবসে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
  10. ০১:২০ পিএম, ২৬ মার্চ, ২০২৩ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী
  11. ১২:৪৩ পিএম, ২৬ মার্চ, ২০২৩ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো: প্রধানমন্ত্রী
  12. ১১:২৬ এএম, ২৫ মার্চ, ২০২৩ দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
  13. ০৮:৫০ পিএম, ২৪ মার্চ, ২০২৩ আমরা যুদ্ধ ও সংঘাত চাই না: প্রধানমন্ত্রী
  14. ০৯:৫৬ এএম, ২৪ মার্চ, ২০২৩ এবার গণভবনে ইফতার পার্টি হচ্ছে না
  15. ০৬:০১ পিএম, ২৩ মার্চ, ২০২৩ দীর্ঘদিন পর সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী
Link copied!