রাজধানীর নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে অসুস্থ হওয়ায় ফায়ার সার্ভিসের ১৯ সদস্যসহ ৩৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। তাদের সবাইকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদের ৩৮ জনের মধ্যে চারজনের নাম জানা গেছে। এরা হলেন— মো. রাসেল (২২), শান্ত (২৪), মো. তৌফিক (২৩) ও মো. রিফাত (২৩)। এর মধ্যে তিনজন ফায়ার সার্ভিস কর্মী ও একজন ভলান্টিয়ার।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চারজনকে এবং পরে একে একে আরো সাতজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা। ৩৮ জনকেই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিউমার্কেট থেকে আগুনের ঘটনায় ১২ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন।
এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট বর্তমানে কাজ করছে। এছাড়া ফায়ার সার্ভিসের পাশপাশি পুলিশ ও বিজিবি’র সদস্যরাও সহযোগিতা করছেন।
একুশে সংবাদ.কম/বি.এস
আপনার মতামত লিখুন :