রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের আগুনে কোন নাশকতার আলামত পুলিশ পায়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এটা নিছক দুর্ঘটনা বলে জানান তিনি।
শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
এর আগে সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এটি নাশকতা কি না সেটি খতিয়ে দেখতে পুলিশ ও গোয়েন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো নাশকতার আলামত পাওয়া যায়নি।
তিনি জানান, ঢাকায় যেসব বিপণিবিতান রয়েছে সেসব মার্কেটের সামনে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।
এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।
সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভেনি। ফায়ার সার্ভিসের ডিজি বলেন, যেহেতু এখানে সব দাহ্য পদার্থ, তাই আগুন পুরোপুরি নিভতে আরও সময় লাগবে। এখন আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ চলছে। যে কারণে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে।
একুশে সংবাদ.কম/ন.ট.প্র/জা.হা
আপনার মতামত লিখুন :