AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাঘাটের নামকরণের নীতিমালার সুপারিশ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:১০ পিএম, ১৬ এপ্রিল, ২০২৩
মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাঘাটের নামকরণের নীতিমালার সুপারিশ

রাস্তা, ব্রিজ, কালভার্ট, সরকারি প্রতিষ্ঠান ও খেলার মাঠের নামকরণ বীর মুক্তিযোদ্ধাদের নামে করার জন্য মন্ত্রণালয়কে নীতিমালা তৈরি সুপারিশ করেছে সংসদীয় কমিটি। 

 

রোববার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কথা হয়েছে।

 

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এবং কাজী ফিরোজ রশীদ বৈঠকে অংশ নেন।

 

এ বৈঠকে স্থায়ী কমিটির ইতোপূর্বে অনুষ্ঠিত ৩৩টি বৈঠকের সুপারিশগুলোর এ পর্যন্ত কতগুলো বাস্তবায়ন হয়েছে তার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ৩৪তম বৈঠকের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা।

 

বৈঠকে রাস্তা, ব্রিজ, কালভার্ট, সরকারি প্রতিষ্ঠান ও খেলার মাঠ ইত্যাদির নামকরণ বীর মুক্তিযোদ্ধাদের নামে করার জন্য আলোচনা হয়। এ সময় একটি নীতিমালা প্রস্তুত কমিটি থেকে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

 

বৈঠকে রাজধানীর কাকরাইলে বীর মুক্তিযোদ্ধা সংসদের মালিকানাধীন জমিটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মধ্যে একটি চুক্তির মাধ্যমে কমিউনিটি সেন্টার নির্মাণ করার জন্য সুপারিশ করা হয়।

 

বৈঠকে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির কাছে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত ক্রোড়পত্রে কোনো লেখকের লেখা যাবে এবং লেখার বিষয়বস্তু কী হবে তা নির্ধারণ করার এখতিয়ার মন্ত্রণালয়ের কাছে থাকবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি সুপারিশ করে।

 

একুশে সংবাদ.কম/আ.জ.প্র/জা.হা

Link copied!