নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিআইডব্লিউটিসিকে মানসম্পন্ন জায়গায় যেতে হবে। বিআইডব্লিউটিসি আর্থিকভাবে লাভবান হলে এর শ্রমিক কর্মচারীরাও লাভবান হবে। আমাদের সরকারের কমিটমেন্ট আছে- বাংলাদেশের মানুষকে ভালো রাখা। বিআইডব্লিউটিসির বিরাট সম্ভাবনা আছে। এটাকে কাজে লাগাতে হবে। মনোযোগ ও ভালোবাসা দিয়ে কাজ করে বিআইডব্লিউটিসিকে এগিয়ে নিতে হবে।
রোববার (১৬ এপ্রিল) ঢাকায় বাংলামোটরস্থ বিআইডব্লিউটিসি অফিসে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে; উন্নয়নশীল থেকে উন্নত দেশের কাতারে যাচ্ছে; সেক্ষেত্রে বিআইডব্লিউটিসি পিছিয়ে থাকবে কেন? বিআইডব্লিউটিসি মানহীন থাকবে তা হবে না। বিআইডব্লিউটিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এর উন্নয়নে ডিটেইল স্টাডি প্লান থাকা দরকার। এলক্ষ্যে দ্রুত পদক্ষেপ নিন। দেশের অনেক অঞ্চলে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বিআইডব্লিউটিসির সেবা দেয়ার অনেক সুযোগ রয়েছে। ডিটেইল স্টাডির মাধ্যমে সেসব অঞ্চলে সেবা বৃদ্ধির সুযোগ রয়েছে। করোনা পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্ব সংকটে আছে। সংকটকে জয় করতে চাই। বিআইডব্লিউটিসির উন্নয়নে ভালো প্রোপোজাল নিয়ে আসবেন; সাথে থাকব।
বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মহসিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম।
গরিব ও অসহায়দের মাঝে ৫০০ প্যাকেট উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, তেল, সেমাই ও চিনি রয়েছে।
একুশে সংবাদ.কম/ন.প্র/জা.হা
আপনার মতামত লিখুন :