AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের মানুষের গড় আয়ু কমেছে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৪০ পিএম, ১৭ এপ্রিল, ২০২৩
দেশের মানুষের গড় আয়ু কমেছে

দেশের মানুষের গড় আয়ু ৫ মাস কমেছে। আগে মানুষের গড় আয়ু ছিল ৭২ বছর ৮ মাস। সেখানে এখন কমে দাঁড়িয়েছে ৭২ বছর ৩ মাস। আর প্রাপ্ত বয়স্কদের মধ্যে স্বাক্ষরতার হার ৭৬ দশমিক ৪ শতাংশ।

 

সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক জরিপে এ তথ্য জানায়।

 

এছাড়া জরিপের সর্বশেষ তথ্য বলছে, দেশের পুরুষের থেকে নারীর গড় আয়ু বেশি। পুরুষের গড় আয়ু ৭০ বছর ৬ মাস এবং নারীর গড় আয়ু ৭৪ বছর ১ মাস।

 

অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান।

 

রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস জরিপের ফল উপস্থাপন করেন প্রকল্প পরিচালক আলমগীর হোসেন। তিনি বলেন, গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য। এটি কোভিডের কারণে কমতে পারে বলে তিনি মন্তব্য করেন।

 

জরিপে দেখা গেছে, ২০২১ সালের হিসাব অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৬ কোটি ২৭ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৪ লাখ এবং নারী ৮ কোটি ১৩ লাখ। প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো ১ দশমিক ৩৭ শতাংশ।

 

একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জা.হা

Link copied!