AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘কৌশলগত অংশীদারিত্বে’ পৌঁছেছে বাংলাদেশ-জাপান সম্পর্ক: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০২ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩
‘কৌশলগত অংশীদারিত্বে’ পৌঁছেছে বাংলাদেশ-জাপান সম্পর্ক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাপানের প্রধানমন্ত্রী কিসিদার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের আদ্যোপান্ত আলোচনা হয়েছে। আলোচনায় দুদেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ‘ব্যাপক অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে।’

 

বুধবার (২৫ এপ্রিল) জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন। এ সময় বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি, দুদেশের জনগণ ও সরকারের মধ্যে বিদ্যমান চমৎকার বোঝাপড়া, বন্ধুত্ব ও সহযোগিতা সামনের দিনগুলোতে আরও জোরদার হবে। কৃষি, শুল্ক সংক্রান্ত, প্রতিরক্ষা, তথ্য-প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, শিল্পোন্নয়ন, মেধা সম্পদ, জাহাজ রিসাইক্লিং এবং মেট্রো-রেল বিষয়ে যেসব চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা আগামীতে প্রাতিষ্ঠানিক রূপ পাবে।’

 

বৈঠকে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (এমআইডিআই) এবং বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ-বি) অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়।

 

শেখ হাসিনা বলেন, অতিরিক্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে স্থানীয় জনগণের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে মিয়ানমারের সঙ্গে আলোচনার জন্য জাপানকে অনুরোধ করা হয়েছে।

 

এ সময় চলতি বছরেই ঢাকা-নারিতা সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে এমআইডিআই ও বিগ-বি উদ্যোগ গ্রহণ এবং বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যোগাযোগ ব্যবস্থা স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার হওয়ায় জাপান সরকারকে ধন্যবাদ জানাই। জাপানের সঙ্গে আগামীতে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি হবে বলে আশা করছি।’ -বাসস।

 

একুশে সংবাদ/স/এসএপি

টাইমলাইন

  1. ০২:০০ পিএম, ২৮ এপ্রিল, ২০২৩ ওয়াশিংটন ডিসির উদ্দেশে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী
  2. ০৯:৫১ পিএম, ২৭ এপ্রিল, ২০২৩ পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয় না: প্রধানমন্ত্রী
  3. ০৭:০২ পিএম, ২৭ এপ্রিল, ২০২৩ ‘সোনার বাংলা’ গড়তে জাপান সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  4. ০৫:০৪ পিএম, ২৭ এপ্রিল, ২০২৩ ঢাকা-টোকিও বিনিয়োগ সম্পর্ক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রীর আহ্বান
  5. ১১:১৮ এএম, ২৭ এপ্রিল, ২০২৩ বাংলাদেশ এখন বিনিয়োগের উপযুক্ত স্থান: প্রধানমন্ত্রী
  6. ০৯:৩৯ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন অব্যাহত থাকবে: জাপানের প্রধানমন্ত্রী
  7. ০৭:০২ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ ‘কৌশলগত অংশীদারিত্বে’ পৌঁছেছে বাংলাদেশ-জাপান সম্পর্ক: প্রধানমন্ত্রী
  8. ০৬:১৩ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ চলতি বছরই ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট চালুর আশা
  9. ০৫:১৯ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ জাপানের সঙ্গে বাংলাদেশের ৮ চুক্তি-সমঝোতা স্মারকে সই
  10. ০৪:১৩ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর অভ্যর্থনা
  11. ০৩:২৭ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ জাপানের সম্রাটের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ
  12. ০২:৩১ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ
  13. ১২:১৪ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রধানদের সাক্ষাৎ
  14. ১০:০২ এএম, ২৬ এপ্রিল, ২০২৩ জাপানের সম্রাট ও প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক আজ
  15. ০৪:৫০ পিএম, ২৫ এপ্রিল, ২০২৩ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Link copied!