সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান লড়াইয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪ শতাধিক মানুষ। হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে রাজধানী খার্তুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসভবন।
সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান লড়াইয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে চার শতাধিক মানুষ। হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে রাজধানী খার্তুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসভবন।
এমন বাস্তবতায় সুদানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে যারা দেশে প্রত্যাবর্তন করতে চায় তাদেরকে খার্তুমের বাংলাদেশ দূতাবাসের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, ’বাংলাদেশ প্রত্যাবর্তনে ইচ্ছুক সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশ দূতাবাসের হটলাইন নাম্বারে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’
হটলাইন নাম্বারগুলো হলো
মো. ইকরামুল হক (তৃতীয় সচিব)
+২৩৪ ৯০৯ ৭৫৫ ১৭৯০
মো. জাহাঙ্গীর আলম (প্রশাসনিক কর্মকর্তা)
+৮৮০১৭৩৭১২৫৩৪৯
একুশে সংবাদ/স.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :