AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘সোনার বাংলা’ গড়তে জাপান সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০২ পিএম, ২৭ এপ্রিল, ২০২৩
‘সোনার বাংলা’ গড়তে জাপান সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী

জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ও ঈর্ষণীয় অংশীদারিত্বকে দুই দেশের নতুন প্রজন্ম আরও এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা আমাদের বন্ধুদের কখনই ভুলি না।’

 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে টোকিওর জাপানের রাষ্ট্রীয় অতিথি ভবন আকাসাকা প্যালেলে মুক্তিযুদ্ধে অবদান রাখা চার জাপানি নাগরিককে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়তে জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে জাপান অতীতের মতো আমাদের পাশে থাকবে। আমি এও আত্মবিশ্বাসী যে জাপানের জনগণ অতীতে আমাদের প্রয়োজনে তাদের সরকারের পাশাপাশি সবসময় আমাদের পাশে থাকবে।’

 

তিনি উল্লেখ করেন যে বাংলাদেশের ৮ জন সম্মানিত ব্যক্তির একটি পরিমিত তালিকা ছিল যাদেরকে ২০১২ সালের ২৭ মার্চ এবং ২০১৩ সালের ১ অক্টোবর ‍‍`ফ্রেন্ড অব লিবারেশন ওয়ার অনার‍‍` দিয়ে সম্মানিত করা হয়েছে।

 

তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় আমরা টোকিওতে রয়েছি বাংলাদেশের আরও চারজন মহান বন্ধুকে সম্মান জানাতে, যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, নৈতিক ও বৈষয়িক সহায়তার আয়োজন করেছেন এবং সহায়তা নিশ্চিত করেছেন।’

 

এ সময় তিনি গভীর কৃতজ্ঞতার সঙ্গে মুক্তিযুদ্ধে জাপানের জনগণের সমর্থনের কথা স্মরণ করেন।

 

শেখ হাসিনা বলেন, ‘আপনারা আমাদের ন্যায়বিচার, সম্মান, মর্যাদা এবং মানবাধিকারের আকাঙ্ক্ষা শুনেছেন। আপনাদের কণ্ঠস্বর আমাদের কণ্ঠে শক্তি যোগ করেছে এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে বড় হয়েছে। আপনারা আমাদের উদ্দেশ্য নিয়ে সমাবেশ করেছেন এবং একসঙ্গে একটি নির্মম শক্তির বিরুদ্ধে একটি মানব দুর্গ গড়ে তুলেছেন। উদীয়মান সূর্যের দেশে, আমরা মর্যাদা ও মানবতার সঙ্গে একটি জাতির প্রতিচ্ছবি দেখতে পাই।’

 

তিনি উল্লেখ করেন, জাপানের জনগণ নৃশংসতার প্রতিবাদ করেছে এবং বাংলাদেশের অসহায় মানুষের জন্য মানবিক ত্রাণ, চিকিৎসা সুবিধা পাঠিয়েছে।

 

শেখ হাসিনা বলেন, এটি ছিল দুঃখের সময় যা নিছক কথায় প্রকাশ করা যায় না।

 

সেই সংকটময় মুহূর্তের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জাপানি বন্ধুরা আমাদের দুর্দশা বুঝতে পেরে মানবতার স্বার্থে এগিয়ে গেছে। তারা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, কিন্তু পিছিয়ে যায়নি।’

 

তিনি বলেন, ‘তাদের নিঃস্বার্থ আচরণ হুমকির মুখে আমাদের আত্মাকে পুনরুজ্জীবিত করেছে। সবচেয়ে অবিস্মরণীয় ছিল জাপানি স্কুলের শিশুদের দাতব্য কার্যক্রম যারা আমাদের লোকেদের সাহায্য করার জন্য তাদের টিফিনের অর্থ সঞ্চয় এবং দান করেছিল।’

 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক আস্থা, শ্রদ্ধা, বন্ধুত্ব ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত।

 

তিনি আরও বলেন, ১৯৭৩ সালের অক্টোবরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক জাপান সফর একটি অটল ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ভিত্তি স্থাপন করেছিল।

 

‘আমি আমার বাবার উত্তরাধিকারী হিসাবে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে ১৯৯৭, ২০১০, ২০১৪, ২০১৬ এবং ২০১৯ সালে জাপান সফর করা আমার জন্য সম্মানের। আমি আজ খুশি যে আমার মেয়াদে, আমাদের সময়-পরীক্ষিত বন্ধুত্ব একটি ‘ব্যাপক অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত অংশীদারিত্ব’-এ গভীরতা এবং মাত্রায় বিকশিত হয়েছে।

 

তিনি বলেন, সমতা, গণতন্ত্র ও গণতান্ত্রিক চর্চা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসনের ক্ষেত্রে বাংলাদেশ ও জাপান একই মহৎ ধারণা ও নীতির।

 

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহাঙ্গীর

টাইমলাইন

  1. ০২:০০ পিএম, ২৮ এপ্রিল, ২০২৩ ওয়াশিংটন ডিসির উদ্দেশে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী
  2. ০৯:৫১ পিএম, ২৭ এপ্রিল, ২০২৩ পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয় না: প্রধানমন্ত্রী
  3. ০৭:০২ পিএম, ২৭ এপ্রিল, ২০২৩ ‘সোনার বাংলা’ গড়তে জাপান সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  4. ০৫:০৪ পিএম, ২৭ এপ্রিল, ২০২৩ ঢাকা-টোকিও বিনিয়োগ সম্পর্ক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রীর আহ্বান
  5. ১১:১৮ এএম, ২৭ এপ্রিল, ২০২৩ বাংলাদেশ এখন বিনিয়োগের উপযুক্ত স্থান: প্রধানমন্ত্রী
  6. ০৯:৩৯ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন অব্যাহত থাকবে: জাপানের প্রধানমন্ত্রী
  7. ০৭:০২ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ ‘কৌশলগত অংশীদারিত্বে’ পৌঁছেছে বাংলাদেশ-জাপান সম্পর্ক: প্রধানমন্ত্রী
  8. ০৬:১৩ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ চলতি বছরই ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট চালুর আশা
  9. ০৫:১৯ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ জাপানের সঙ্গে বাংলাদেশের ৮ চুক্তি-সমঝোতা স্মারকে সই
  10. ০৪:১৩ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর অভ্যর্থনা
  11. ০৩:২৭ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ জাপানের সম্রাটের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ
  12. ০২:৩১ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ
  13. ১২:১৪ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রধানদের সাক্ষাৎ
  14. ১০:০২ এএম, ২৬ এপ্রিল, ২০২৩ জাপানের সম্রাট ও প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক আজ
  15. ০৪:৫০ পিএম, ২৫ এপ্রিল, ২০২৩ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Link copied!