AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রিটিশ প্রধানমন্ত্রীর রোল মডেল শেখ হাসিনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২৯ এএম, ৬ মে, ২০২৩
ব্রিটিশ প্রধানমন্ত্রীর রোল মডেল শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের রোল মডেল বা অনেক বড় অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার স্ত্রী এবং দুই কন্যাও শেখ হাসিনার ভক্ত বলে জানান তিনি।

 

শুক্রবার (৫ মে) স্থানীয় সময় বিকেলে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ঋষি সুনাক এ কথা বলেন।

 

পরে প্রধানমন্ত্রীর শুক্রবারের কর্মসূচি শেষে তার সফর নিয়ে ব্রিফ করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ‘ইউ আর (শেখ হাসিনা) ইন্সপারেশন ফর আস (আপনি আমাদের জন্য বিশাল বড় অনুপ্রেরণা)। কথাটি অনেক বার বলেছেন সুনাক।’

 

সুনাকের দুই মেয়ে শেখ হাসিনার ভক্ত জানিয়ে সাইদা মুনা তাসনিম বলেন, ঋষি সুনাক বলেছেন, তার দুটো ছোট মেয়ে আছে। তারা ও তার স্ত্রী সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভক্ত।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদারে ব্রিটিশ প্রধানমন্ত্রী জোর দেন বলে ব্রিফিংয়ে জানানো হয়। বাংলাদেশের জন্য যেকোনো সহায়তায় ব্রিটেন সবসময়ই প্রস্তুত বলেও জানান বাংলাদেশের হাইকমিশনার।

 

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বেরও প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। বাংলাদেশের সোলার হোম সিস্টেম ব্রিটেনে চালু করতেও ঋষি সুনাক আগ্রহী বলে জানান তিনি।

 

এছাড়াও রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান শেখ হাসিনা। ঋষি সুনাক বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ দুঃসাহসিক কাজ করেছে।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহাঙ্গীর

টাইমলাইন

  1. ০৪:৪০ পিএম, ১৬ মে, ২০২৩ ‘যুক্তরাষ্ট্র হয়তো চায় না, আমার কাজ অব্যাহত থাকুক’
  2. ০৯:১০ পিএম, ৭ মে, ২০২৩ পরবর্তী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে কমনওয়েলথের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  3. ০৯:০৬ পিএম, ৭ মে, ২০২৩ শেখ হাসিনার সঙ্গে ব্লেয়ারের সাক্ষাৎ
  4. ১১:২৭ এএম, ৭ মে, ২০২৩ ভুটানকে অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর
  5. ১১:০৪ এএম, ৭ মে, ২০২৩ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য
  6. ১১:২৯ এএম, ৬ মে, ২০২৩ ব্রিটিশ প্রধানমন্ত্রীর রোল মডেল শেখ হাসিনা
  7. ১০:০৯ এএম, ৬ মে, ২০২৩ আজ রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
  8. ১০:৩৭ পিএম, ৫ মে, ২০২৩ রাজা চার্লস-রানি ক্যামিলাকে শেখ হাসিনার অভিনন্দন
  9. ০১:০৭ পিএম, ৫ মে, ২০২৩ আজ কমনওয়েলথ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
  10. ১০:১২ এএম, ৫ মে, ২০২৩ লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  11. ০৯:৪১ পিএম, ৩ মে, ২০২৩ বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়বেন প্রধানমন্ত্রী

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!