AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‍জলোচ্ছ্বাসের মাত্রা সহনীয়,ক্ষতির তথ্য পাইনি: ত্রাণ প্রতিমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৫ পিএম, ১৪ মে, ২০২৩
‍জলোচ্ছ্বাসের মাত্রা সহনীয়,ক্ষতির তথ্য পাইনি: ত্রাণ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উপকূলে জলোচ্ছ্বাসের মাত্রা ‘সহনীয়’ ছিল জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান বলেছেন, এই দুর্যোগে ক্ষয়ক্ষতির তথ্য এখন পর্যন্ত আসেনি। “আমরা পাঁচ বছরে যত দুর্যোগ মোকাবেলা করেছি, তার মধ্যে এবারের ব্যবস্থাপনাটি ছিল সর্বোচ্চ সঠিক,” বলেন তিনি।

 

রোববার (১৪ মে) সচিবালয়ে তাঁর দপ্তরে ঘূর্ণিঝড় ‍‍`মোখা‍‍` বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ।

 

ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা তুলে ধরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, সকাল ৬টা থেকে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন ও মিয়ানমারের উপকূল অতিক্রম শুরু করে। এখনও সেটি অতিক্রম করছে। বিকালে এটি উপকূল অতিক্রম করে মিয়ানমারের দিকে অগ্রসরমান হবে।“এখন ঝড় ৫০ থেকে ৬৮ কিলোমিটার গতিতে হচ্ছে। যেহেতু সকাল থেকে ভাটা শুরু হয়েছে তাই জলোচ্ছ্বাসের (বড়) শঙ্কা নাই, মাত্রাটাও সহনীয়।

 

তিনি বলেন, “সব মিলিয়ে এখন পর্যন্ত ঝড়টি দুর্বল হয়ে বাংলাদেশ ও মিয়ানমার অতিক্রম করছে। তবে ঝড়ের কেন্দ্রের ৭৮ কিলোমিটারের মধ্যে ঝড়ের গতিবেগ এখনও ২০০ থেকে ২১৫ কিলোমিটার। এ গতিবেগে কেন্দ্রটি উপকূল অতিক্রম করলে কিছুটা ক্ষয়ক্ষতি হবে"।  ক্ষয়ক্ষতির সংবাদ না পাওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সেন্ট মার্টিনে ৩৭টি আশ্রয়কেন্দ্রে সাড়ে ৮ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। এ ছাড়া কক্সবাজারে ৫৭৬টি কেন্দ্রে ২ লাখের বেশি, চট্টগ্রামে ১ হাজার ২৪ আশ্রয়কেন্দ্রে ৫ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। কুতুবদিয়া, মহেশখালী, সন্দ্বীপ, সুবর্ণচরের মানুষকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে"।

 

কিছু আশ্রয়কেন্দ্রে সুপেয় পানি না থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “কক্সবাজারের একটি কেন্দ্রে সুপেয় পানি ছিল না। আমি অভিযোগ পেয়ে সেখানকার জেলা প্রশাসককে বলেছি। সেখানে তিনি পর্যাপ্ত মিনারেল ওয়াটারের ব্যবস্থা করেছেন"। তিনি বলেন,“এবার আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি, এবার আমরা তাদের মিনারেল ওয়াটার খাওয়াব, সিলেট-সুনামগঞ্জের বন্যায় যা করেছিলাম, যেন দুর্যোগের পর সেখানে পানিবাহিত কোনো রোগ না হয়।”

 

দুর্যোগকালীন লাখ লাখ মানুষের ব্যবস্থাপনা সহজ নয় জানিয়ে এনামুর রহমান বলেন, “হাজার হাজার আশ্রয়কেন্দ্র, লক্ষ লক্ষ মানুষ। এদের ব্যবস্থাপনা বাস্তবিক অর্থে এত সহজ না। আমরা দেখেছি এর আগেও সক্ষমতা ১০০ জনের হলেও ২০০ মানুষ আসে। তাদের খাওয়া-দাওয়া, স্যানিটেশনের ব্যবস্থা খুব সহজ নয়।” তবে এবারের ঘূর্ণিঝড় মোকাবিলায় বিভিন্ন বাহিনীর সদস্য, সেন্টমার্টিন, টেকনাফ ও কক্সবাজারের স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাজের প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

 

একুশে সংবাদ/আজ/এসএপি
 

টাইমলাইন

  1. ১০:০৫ পিএম, ১৪ মে, ২০২৩ রাতে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির শঙ্কা ঢাকায়
  2. ০৯:৫৭ পিএম, ১৪ মে, ২০২৩ ৩ নম্বরে নেমেছে সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত
  3. ০৯:৪৪ পিএম, ১৪ মে, ২০২৩ ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশ থেকে চলে গেছে: আবহাওয়া অধিদপ্তর
  4. ০৯:০৭ পিএম, ১৪ মে, ২০২৩ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
  5. ০৮:৫৮ পিএম, ১৪ মে, ২০২৩ ঘূর্ণিঝড় মোখায় কক্সবাজারে আড়াই হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত
  6. ০৮:১১ পিএম, ১৪ মে, ২০২৩ আঘাতের পর দুর্বল হয়েছে মোখা
  7. ০৮:০৯ পিএম, ১৪ মে, ২০২৩ মোখা দূর্যোগে ওসির গাড়িতেই সন্তান ভূমিষ্ট, নাম রাখা হল মোখা
  8. ০৬:০৫ পিএম, ১৪ মে, ২০২৩ ‍জলোচ্ছ্বাসের মাত্রা সহনীয়,ক্ষতির তথ্য পাইনি: ত্রাণ প্রতিমন্ত্রী
  9. ০৫:৪৫ পিএম, ১৪ মে, ২০২৩ মোখার তাণ্ডবে সেন্টমার্টিনের ৮০ ভাগ স্থাপনা ক্ষতিগ্রস্ত
  10. ০৫:৩২ পিএম, ১৪ মে, ২০২৩ কিছুটা দুর্বল হয়েছে মোখা
  11. ০৪:৩৯ পিএম, ১৪ মে, ২০২৩ সেন্টমার্টিনে চলছে মোখার তাণ্ডব
  12. ০৪:০৩ পিএম, ১৪ মে, ২০২৩ ১৮০ কি.মি. গতিতে উপকূলে তাণ্ডব চালাচ্ছে মোখা
  13. ০৩:১৩ পিএম, ১৪ মে, ২০২৩ সেন্টমার্টিনে গাছচাপায় ২ জনের মৃত্যু
  14. ০১:২৫ পিএম, ১৪ মে, ২০২৩ ঝড়টি খুব একটা ক্ষতি করবে না: ত্রাণ প্রতিমন্ত্রী
  15. ০১:১৫ পিএম, ১৪ মে, ২০২৩ মিয়ানমারে মোখার আঘাত, ভেঙেছে গাছপালা ও ঘরবাড়ি

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!