সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, সারাদেশে শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
রোববার (১৪ মে) নেত্রকোনা জেলার সদর উপজেলায় দুগিয়া আব্বাসিয়া এমদাদুল উলম ফাজিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাখাতকে এগিয়ে নিতে ও দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। শিক্ষার্থীরা যেন সুষ্ঠু পরিবেশ ও নির্বিঘ্নে পড়ালেখার প্রতি মনোনিবেশ করতে পারেন সে লক্ষ্যেই সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক ভবন নির্মাণ অব্যাহত রয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এ সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এ কে এম আজহারুল ইসলাম অরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান মানিক।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :