AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাঁচ সিটি ভোটে সুতীক্ষ্ণ নজর রাখছি: আহসান হাবিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৪ পিএম, ২৪ মে, ২০২৩
পাঁচ সিটি ভোটে সুতীক্ষ্ণ নজর রাখছি: আহসান হাবিব

নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আহসান হাবিব খান বলেছেন, প্রতিটি নির্বাচনই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। গাজীপুর সিটি নির্বাচনও এর ব্যতিক্রম নয়; রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনের প্রতিটি পদক্ষেপেই সুতীক্ষ্ণ নজর রাখছি আমরা।

 

বুধবার (২৪ মে) সন্ধ্যায় সাংবাদিকদের কাছে পাঠানো এক লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আহসান হাবিব খান বলেন, বৃহস্পতিবারের গাজীপুর সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটের দিনও আমরা সরাসরি সিসি ক্যামেরায় এ নির্বাচন পর্যবেক্ষণ করবো।

 

তিনি আরও বলেন, আমি আগেই বলেছি ইভিএম স্বচ্ছতার প্রতীক। ভোটার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমাদের নির্দেশনা রয়েছে, সেই সঙ্গে সবার সহযোগিতাও দরকার।

 

এই নির্বাচন কমিশনার বলেন, আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইভিএমে ভোট দিতে ভোটারদের যেন কোনো অসুবিধা না হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে ইভিএমের জন্য দক্ষ কারিগরি টিমও থাকবে। আশা করি কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সুন্দরভাবে সবাই ভোট দিতে পারবে।

 

তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকেই ভোট পর্যন্ত নির্বাচনে বিধি-বিধান প্রতিপালনে আমাদের অবস্থান কঠোর ছিল, আছে ও থাকবে। আচরণবিধি লঙ্ঘনের জন্য কাউকে কোনো ছাড় দেওয়া হয়নি এবং ছাড় দেওয়া হবেও না। মেয়র ও কাউন্সিলর প্রার্থীকে সরাসরি নির্বাচন কমিশনের তলব করার নজির স্থাপন করা হয়েছে এবং একজন কাউন্সিলরের প্রার্থিতা বাতিলও করা হয়েছে।

 

আহসান হাবিব খান বলেন, আমাদের বার্তা স্পষ্ট, আমরা সবার জন্য সমান সুযোগ তৈরি করছি, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করায় আমরা অঙ্গীকারবদ্ধ এবং নির্বাচনে অনিয়ম বিশৃঙ্খলা করলে কোনো ধরনের ছাড় নেই। আশা করছি আমরা সুন্দর নির্বাচন উপহার দিতে যাচ্ছি। গাজীপুরসহ পাঁচ সিটি নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে।

 

একুশে সংবাদ/ঢ/এসএপি

টাইমলাইন

  1. ০৪:৩৩ পিএম, ২৫ মে, ২০২৩ শেষ ভোট গ্রহন, চলছে গননা
  2. ০১:২৫ পিএম, ২৫ মে, ২০২৩ গাসিক নির্বাচনে গোপন কক্ষে প্রবেশ, আটক ২
  3. ১২:২৯ পিএম, ২৫ মে, ২০২৩ ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ জাহাঙ্গীর ও মা জায়েদা খাতুনের
  4. ১০:৫২ এএম, ২৫ মে, ২০২৩ নৌকায় ভোট দিয়ে জনগণ নিজেই জয়ী হবে: আজমত উল্লা
  5. ১০:৪৯ এএম, ২৫ মে, ২০২৩ টঙ্গীতে ২ বুথে দেড় ঘণ্টায় ৩৯ ভোট
  6. ১০:৩৮ এএম, ২৫ মে, ২০২৩ পাঞ্জাবি পরা যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসি রাশেদা সুলতানার
  7. ১০:২৫ এএম, ২৫ মে, ২০২৩ গাজীপুর সিটি নির্বাচন: সিসি ক্যামেরায় চলছে মনিটরিং
  8. ১০:১৩ এএম, ২৫ মে, ২০২৩ নৌকায় ভোট দিয়ে জনগণ নিজেই জয়ী হবে: আজমত উল্লা
  9. ১০:০১ এএম, ২৫ মে, ২০২৩ সকাল থেকে গাজীপুর সিটিতে ভোটগ্রহণ চলছে
  10. ১০:১৪ পিএম, ২৪ মে, ২০২৩ পাঁচ সিটি ভোটে সুতীক্ষ্ণ নজর রাখছি: আহসান হাবিব
Link copied!