AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সকাল থেকে গাজীপুর সিটিতে ভোটগ্রহণ চলছে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০১ এএম, ২৫ মে, ২০২৩
সকাল থেকে গাজীপুর সিটিতে ভোটগ্রহণ চলছে

একুশে সংবাদ.কম

আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি), যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।  ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গী দারুস সালাম মাদরাসা ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন তৈরি হয়। সবাই স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন বলে জানা গেছে।


নির্বাচন কমিশনার মো. আলমগীরের দেওয়া তথ্য অনুযায়ী, গাজীপুর সিটি নির্বাচনে ৭৩ দশমিক ১৩ শতাংশ বা তিন-চতুর্থাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, শিল্প এলাকা বিধায় গাজীপুর সিটিতে বিভিন্ন ধরনের মানুষের বসবাস। তাই মানুষের মধ্যে অপরাধ প্রবণতাও বেশি। এ কারণে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। মো. আলমগীর বলেন, ৫৭টি ওয়ার্ডে ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে ৭৪ জন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটও রয়েছেন ১৯জন। সেখানে র‌্যাবের ৩০টি টিম ও বিজিবির ২০ প্লাটুন সদস্য রয়েছে।

 

এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স পুলিশের ১৯টি ও মোবাইল টিম হিসেবে ৫৭টি টিম ভোটের মাঠে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ ও সাধারণ কেন্দ্রে ১৬ জনের ফোর্স মোতায়েন করা হয়েছে। নির্বাচনে মেয়র পদে আটজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

 

মেয়র পদের প্রার্থীরা হলেন-মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম, নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ। এ ছাড়া স্বতন্ত্র থেকে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন (সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা), ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রশীদ ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

মোট ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন ভোটার গাজীপুর সিটি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ ও পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ নারী এবং ১৮ জন হিজড়া। প্রতিটি ভোটকক্ষে সিসি ক্যামেরার (মোট চার হাজার ৪৩৫টি) মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিশাল স্ক্রিনে ভোটের পরিস্থিতি দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকেরা।

 

একুশে সংবাদ//নি.২৪//র.ন

টাইমলাইন

  1. ০৪:৩৩ পিএম, ২৫ মে, ২০২৩ শেষ ভোট গ্রহন, চলছে গননা
  2. ০১:২৫ পিএম, ২৫ মে, ২০২৩ গাসিক নির্বাচনে গোপন কক্ষে প্রবেশ, আটক ২
  3. ১২:২৯ পিএম, ২৫ মে, ২০২৩ ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ জাহাঙ্গীর ও মা জায়েদা খাতুনের
  4. ১০:৫২ এএম, ২৫ মে, ২০২৩ নৌকায় ভোট দিয়ে জনগণ নিজেই জয়ী হবে: আজমত উল্লা
  5. ১০:৪৯ এএম, ২৫ মে, ২০২৩ টঙ্গীতে ২ বুথে দেড় ঘণ্টায় ৩৯ ভোট
  6. ১০:৩৮ এএম, ২৫ মে, ২০২৩ পাঞ্জাবি পরা যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসি রাশেদা সুলতানার
  7. ১০:২৫ এএম, ২৫ মে, ২০২৩ গাজীপুর সিটি নির্বাচন: সিসি ক্যামেরায় চলছে মনিটরিং
  8. ১০:১৩ এএম, ২৫ মে, ২০২৩ নৌকায় ভোট দিয়ে জনগণ নিজেই জয়ী হবে: আজমত উল্লা
  9. ১০:০১ এএম, ২৫ মে, ২০২৩ সকাল থেকে গাজীপুর সিটিতে ভোটগ্রহণ চলছে
  10. ১০:১৪ পিএম, ২৪ মে, ২০২৩ পাঁচ সিটি ভোটে সুতীক্ষ্ণ নজর রাখছি: আহসান হাবিব
Link copied!