AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেখ হাসিনা কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন: ডেপুটি স্পীকার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:২৯ পিএম, ১০ জুন, ২০২৩
শেখ হাসিনা কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন: ডেপুটি স্পীকার

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, বর্তমানে কৃষিতে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের ফলে প্রতি বিঘা জমিতে ২৫ মনের অধিক ধান আবাদ সম্ভব হচ্ছে। নতুন নতুন জাত মাঠে ছড়িয়ে দিতে কৃষি বিজ্ঞানীগণ নিরলস পরিশ্রম করছেন। কৃষিতে জাতির পিতার দর্শন ও ভাবনা বাস্তবায়নের জন‌্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে কৃষি বিশ্ববিদ‌্যালয় প্রতিষ্ঠা, গবেষণাগার তৈরি ও গবেষণার কাজে অর্থ বরাদ্দ দিয়ে কৃষিতে এই বিপ্লব ঘটিয়েছেন।

 

শনিবার (১০জুন) সাঁথিয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ‌্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব‌্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

 

ডেপুটি স্পীকার বলেন, দেশের প্রয়োজনীয় পিয়াজ-রসুনের চাহিদা অনেকটাই পূরণ হয় পাবনা জেলা থেকে। মশলা জাতীয় এ ফসলটির উৎপাদন আরও বৃদ্ধি করতে ও দেশীয় পদ্ধতিতে সংরক্ষণে কৃষকদের নিয়মিত সহায়তা করে আসছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলে পেয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষস্থানীয় দেশের একটি। উৎপাদন আরও বৃদ্ধি করে দেশে পিয়াজের আমদানী নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করে যাচ্ছে কৃষি মন্ত্রণালয়।

 

মোঃ শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বলেছিলেন, ‘বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবেনা’। বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারেনি, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। উত্তরাঞ্চলে আজ মঙ্গা নেই। এ অঞ্চলের মানুষ ধান, পিয়াজ, রসুন, পাট, বিভিন্ন ফলফলাদি আবাদ করে নিজেরা স্বাবলম্বী হয়েছে।

 

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী  ও কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম‌্যান মোঃ সোহেল রানা খোকন ও মোছাঃ সেলিমা সুলতানাসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

দিনের অপর একটি অনুষ্ঠানে সাঁথিয়ার উপজেলা পরিষদ অডিটরিয়ামে গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ৪র্থ শিল্প বিপ্লবের চ‌্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‌্যে তিনি বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার শেষ প্রান্তে এসে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ হবে ক্ষুধামুমুক্ত, দারিদ্রমুক্ত, ধুমপান ও মাদকমুক্ত একটি উন্নত দেশ।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

Link copied!