মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ৪র্থ পর্যায়ের ২য় ধাপে নোয়াখালী জেলার ৪১৮ টি ঘর হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে জেলার প্রধানমন্ত্রী নোয়াখালীর সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল ও সেনবাগ উপজলাকে গৃহহীন ভূমিহীন মুক্ত ঘোষণা করেন।
বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জের আমানউল্যাহপুর ইউনিয়নের কাচিহাটা গ্রামের আশ্রয়ণ প্রকল্প এলাকায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা দেন সরকার প্রধান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব নুরে আলম মিনা,বিবিএম বার,পিপিএম।
এছাড়াও চট্রগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী পুলিশ সুপার, জনাব মো. শহীদুল ইসলাম, (পিপিএম-বার) ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/শ.ল.প্র/জাহা
আপনার মতামত লিখুন :