AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূমিকম্প নিয়ে ভয়ংকর তথ্য দিলেন প্রতিমন্ত্রী


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০১:৫০ পিএম, ২৩ আগস্ট, ২০২৩
ভূমিকম্প নিয়ে ভয়ংকর তথ্য দিলেন প্রতিমন্ত্রী

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান শঙ্কা প্রকাশ করে বলেছেন, ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে দেড় লাখ মানুষ নিহত হবে, আর ৫ লাখ মানুষ আহত হবে। তাই ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে বলে জানান তিনি।

 

বুধবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে সুপার-সমকাল আর্থকোয়েক অ্যান্ড ফায়ার প্রিপেয়ার্ডনেস অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এসব শঙ্কার কথা জানান।

 

তিনি জানান, সরকার ৮টি জোনে ভাগ করে ঢাকাকে ভূমিকম্প সক্ষমতা তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে। এজন্য ৪২০ কোটি টাকার সরঞ্জাম কেনা হয়েছে। ভবিষ্যতে বিল্ডিং কোড ছাড়া আর কাউকে ভবন নির্মাণ করতে দেয়া হবে না।

 

বর্তমান সময়ে ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে দেড় লাখ মানুষ নিহত হবে জানিয়ে এনামুর রহমান বলেন, শুধু তাই না, আহত হবে ৫ লাখ মানুষ। আর ১ লাখ ৭২ হাজার বাড়িঘর ধ্বংস হবে। তাই ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে বলে জানান তিনি।

 

এসময় জাপান আর্থকোয়েক রেসিলেন্ট দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, ভূমিকম্প মোকাবিলায় এখনও পর্যাপ্ত সক্ষমতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। যদিও ভূমিকম্প হলে যেন দ্রুত ব্যবস্থা নেয়া যায় সেজন্য ৪৪ হাজার স্বেচ্ছাসেবক তৈরি আছে।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!