AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনা গায়েব: সিসিটিভি ফুটেজ গায়েব হয়েছে কিনা তদন্ত করছে ডিবি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩৪ পিএম, ৭ সেপ্টেম্বর, ২০২৩
সোনা গায়েব: সিসিটিভি ফুটেজ গায়েব হয়েছে কিনা তদন্ত করছে ডিবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমসের সুরক্ষিত গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে গোয়েন্দা পুলিশ। সেখান থেকে ফুটেজ গায়েব করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়।

 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

 

তিনি জানান, ৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগে যারা কাস্টমসের গুদামে দায়িত্ব পালন করেছেন তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

 

এই ঘটনায় কাস্টমসের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা জড়িত আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান হারুন অর রশীদ।

তিনি বলেন, সুস্পষ্ট অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কেউ জড়িত থাকলেও ছাড় দেয়া হবে না।

 

গত ১ সেপ্টেম্বর কাস্টমস গুদাম থেকে সোনা চুরির বিষয়টি নজরে আসে। পরদিন রাতে কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলার বিবরণীতে ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ হারানোর কথা উল্লেখ করা হয়েছে।

 

মামলাটি ডিবির কাছে হস্তান্তরের পর তারা তদন্ত করছে।

 

উল্লেখ্য, গুদাম থেকে চুরি হওয়া সোনার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা। মূলত এসব সোনা যাত্রীদের কাছ থেকে জব্দ করার পর কাস্টম হাউজের গুদামে রাখা হয়েছিল।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

Link copied!