ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউজের গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় গ্রেফতার আট জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের হেফাজত থেকে ৯৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ডিবির পক্ষ থেকে অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ডিবি পুলিশ আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
ডিবি বলছে, রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে পারে কাস্টমসের স্বর্ণ চুরির পেছনে আর কেউ জড়িত আছে কি না সে তথ্য।
এদিকে ভল্ট থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় মঙ্গলবার চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া চার জন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।
গত ২ সেপ্টেম্বর কাস্টমস হাউজের নিজস্ব গুদামের ভল্ট থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়। মামলা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :