AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাষ্ট্রপতির এপিএসকে নিয়েও তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪৫ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
রাষ্ট্রপতির এপিএসকে নিয়েও তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এডিসি হারুন ও সানজিদা কাণ্ডে রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের দায়ভার আছে কি না সেটিও তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তেজগাঁও স্টোরেজ ডিপোর নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা  জানান। 

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান। আইন অমান্যকারী জনপ্রতিনিধি, পুলিশ—যেই-ই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে।

 

আসাদুজ্জামান খান বলেন, ঘটনা ঘটার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা যারা ঘটনা ঘটিয়েছে, তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। 

 

পুলিশের সিদ্ধান্ত নিয়ে কোনো দুর্বলতা নেই জানিয়ে মন্ত্রী বলেন, কেউ মামলা না করলেও শাস্তি পেতে হবে। মন্ত্রণালয়ের তদন্ত কমিটি করা হয়েছে, সব ঘটনারই তদন্ত করা হবে। 

 

খুব দ্রুত তেজগাঁও থেকে ট্রাক স্টেশন সরিয়ে ফেলা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আধুনিক ট্রাক স্ট্যান্ড করার জন্য প্রধানমন্ত্রী মেয়রকে নির্দেশনা দিয়েছেন।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!