ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে তিন মিনিটের ঘূর্ণিঝড়ে ১৫টি বসতঘর ও অসংখ্য গাছপালা ভেঙে গেছে। এতে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। রাতে পুরো এলাকা অন্ধকারে ছিল।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে এই ঘূর্ণিঝড় আনুমানিক তিন মিনিট ধরে চলে। ঘূর্ণিঝড়ের আঘাতে ১৫টি বসতঘর তছনছ হয়ে যায়।
এ সময় হাফেজ মো. সগির মুন্সির (মসজিদের ইমাম) বসতবাড়ির দুটি বসতঘর ভেঙে গেছে। বিধবা লিপি বেগমের একমাত্র আধাপাকা ঘরটি বিশাল গাছ পড়ে ভেঙে যায়। এছাড়া আরও অনেকের ঘর ভেঙে গেছে।
বিদ্যুতের তাঁর ছিঁড়ে এবং গাছ পড়ে সোনাতুন্দীর উত্তর পাড়ার একমাত্র ইটের সলিংয়ের রাস্তাটি বন্ধ হয়ে আছে।
একুশে সংবাদ/স.চ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :