AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় বেসামরিক নাগরিকদের হত্যায় বাংলাদেশের নিন্দা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৪ পিএম, ১৫ অক্টোবর, ২০২৩
গাজায় বেসামরিক নাগরিকদের হত্যায় বাংলাদেশের নিন্দা

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেনের সঙ্গে ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. ইউসেফ রামাদান সাক্ষাত করেছেন। 

 

রোববার (১৫ অক্টোবর) সকালে তারা এ সাক্ষাত করেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের হত্যায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি গাজায় জোরপূর্বক ক্ষমতা প্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সেখানে মানবিক সহায়তার আহ্বান জানানো হয়েছে। যাতে ওই অঞ্চলে মানবিক বিপর্যয় না ঘটে এবং এই অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

 

সেইসাথে স্থায়ী সমাধান এবং স্থায়ী শান্তির জন্য ইউএনএসসি রেজুলেশনের ভিত্তিতে ইসরায়েল-ফিলিস্তিন বিরোধ সমাধানে দ্বি-রাষ্ট্র গঠনের বিষয়ে আহ্বান জানানো হয়।

 

উল্লেখ্য, গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের এক সপ্তাহ পর উভয় পক্ষে নিহতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ১ হাজার ৩০০ ইসরায়েলি এবং ২ হাজার ২১৫ ফিলিস্তিনি রয়েছে।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Shwapno
Link copied!