AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রবারণা উৎসবে রাজনৈতিক কর্মসূচি বন্ধ চায় বুদ্ধিস্টরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৯ পিএম, ২১ অক্টোবর, ২০২৩
প্রবারণা উৎসবে রাজনৈতিক কর্মসূচি বন্ধ চায় বুদ্ধিস্টরা

আগামী ২৮ অক্টোবর বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উৎসবে সকল ধরনের রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। 

 

শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সহ-প্রচার সম্পাদক নিশু বক্তা (নিপু বড়ুয়া) স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ মাস বর্ষাব্রত অধিষ্ঠানের পর বৌদ্ধরা প্রবারণা উৎসবে মেতে ওঠে। ওই দিনের বিশেষ আকর্ষণ আকাশে রঙিন ফানুস উড্ডয়ন। এতে ধর্ম–বর্ণ নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেন। ওই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশসহ নানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে।

 

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌ. দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের ও উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ মহাথের এক যৌথ বিবৃতিতে বলেন, শুভ প্রবারণা পূর্ণিমা বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। সকল সম্প্রদায়ের মানুষ আকাশে রঙিন ফানুস উড্ডয়ন করে আনন্দ উৎসবে অংশ নেন। ওই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশসহ নানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণার কারণে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন দূর–দূরান্ত থেকে বৌদ্ধ বিহারে উৎসবে অংশ নিতে নানা বাধা-বিঘ্নতার সম্মুখীন হবে।


যৌথ বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে বৌদ্ধদের শুভ প্রবারণা পূর্ণিমা ধর্মীয় উৎসবের দিনে সকল রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করার জন্য বিশেষ অনুরোধ করা গেল। 

 

একুশে সংবাদ/ইন.টি/না.স

Link copied!