AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড বিল পাস


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮:৩৩ পিএম, ২৫ অক্টোবর, ২০২৩
বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড বিল পাস

সুষম খাদ্য হিসাবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণে বোর্ড প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড বিল–২০২৩ পাস হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বিলটি পাসের জন্য সংসদে তোলেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

বিলে বলা হয়েছে, এই আইন পাস কার্যকর হওয়ার পর সরকার গেজেট প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড নামে একটটি বোর্ড গঠন করবে। মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী এই বোর্ডের চেয়ারম্যান হবেন। নিরাপদ খাদ্য হিসাবে দুধ বা দুগ্ধজাত পণ্যের শ্রেনিভিত্তিক মান নির্ধারণ, মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ, পরীক্ষা, পরিদর্শন এবং মান নিয়ন্ত্রণ বা নিশ্চিত করতে ব্যবস্থা নিতে পারবে এই বোর্ড। এ ছাড়া বাণিজ্যিকভাবে ডেইরি খামার স্থাপন, উন্নত ব্যবস্থাপনা এবং নিরাপদ খাদ্য হিসেবা দুধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদনের পরিকল্পনা, উন্নয়ন ও প্রশিক্ষণও দেবে এই বোর্ড।

বিল পাসের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদসস্য রুস্তম আলী ফরাজী বলেন, এখন বাজারে দুধে ভেজাল, শিশা পাওয়া যায়। এটি খেলে শরীরে বিষয়ক্রিয়া হওয়ার আশঙ্কা আছে। মিল্কভিটার মত প্রতিষ্ঠানের দুধেও ভেজাল আছে বলে অভিযোগ আছে। মন্ত্রণালয়কে এ বিষয়টি দেখতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।

জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, দুধে শিশা ও এন্টিবায়োটিক উপাদান পাওয়া যায় বলে অভিযোগ আছে। এসব উপাদান আছে কিনা তা সরকারিভাবে মনিটর করা দরকার।

বিরোধী দলের দলের সদস্যদের বক্তব্যের জবাবে মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা যে উৎকণ্ঠার কথা বলেছেন তা দূর করতেই এই আইন করা হচ্ছে।

 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!