AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উন্নয়নশীলে উত্তরণের পরও ইইউ’র জিএসপি প্লাস সুবিধা চাইলেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০:৪৮ পিএম, ২৫ অক্টোবর, ২০২৩
উন্নয়নশীলে উত্তরণের পরও ইইউ’র জিএসপি প্লাস সুবিধা চাইলেন প্রধানমন্ত্রী

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইউ) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বুধবার (২৫ অক্টোবর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিশন সদরদফতরে ঋণচুক্তি ও আর্থিক সহায়তা সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে একথা বলেন তিনি।

 

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সফরের দ্বিতীয় দিন ইউরোপীয় কমিশনের সদর দফতরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে স্বাগত জানান কমিশনের প্রেসিডেন্ট উরসুল ভন ডার লেয়েন। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই নেতা।

 

বৈঠক শেষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, এই চুক্তি বাংলাদেশের অগ্রগতি এবং কর্মসংস্থান বাড়াতে ভূমিকা রাখবে।

 

এ সময় বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানান, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেয়ার।

 

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলো ইইউ। আমি আশা করি, ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের পর উন্নয়নে সহায়তার জন্য বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেবে ইউরোপীয় ইউনিয়ন।

 

বৈঠকের পর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সই হয় সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ চুক্তি। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এবারের সফরে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সঙ্গে ৪৭০ মিলিয়ন ইউরোর বেশি আর্থিক সহায়তা চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

 

এ সময় যৌথ বিবৃতিতে ঋণ চুক্তির বিষয়টি উল্লেখ করে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন এই অধ্যায় বাংলাদেশের পরিবেশবান্ধব জ্বালানি, রেলওয়ে যোগাযোগ ও ডিজিটাল অবকাঠামো, কর্মসংস্থান বাড়ানোসহ সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখবে।

 

পরে গ্লোবাল গেটওয়ে ফোরামের ওপেনিং প্লেনারি সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান।

 

শেখ হাসিনা বলেন, আমি জানি যুদ্ধের কারণে মানুষকে কী পরিমাণ কষ্ট ভোগ করতে হয়। আমি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাই, অনুগ্রহ করে এ যুদ্ধ বন্ধ করুন। যদি কোনো বিষয়ে মতবিরোধ থাকে তাহলে একসঙ্গে বসুন, আলোচনার মাধ্যমে সমাধান করুন।

 

এর আগে দিনের শুরুতে ব্রাসেলসে প্রধানমন্ত্রীর আবাসস্থলে সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিস।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!