প্রধান বিচারপতির বাসভবনে হামলা মানে সংবিধানের উপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
রোববার (২৯ অক্টোবর) প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জিয়ার সামরিক শাসনকে অবৈধ করেছিলো বলেই প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা হয়েছে। তবে জনগণকে জিম্মি করে আন্দোলন সফল হবে না। আগামী নির্বাচনে এর জবাব পাবে দলটি।
এর আগে গতকাল শনিবার রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাকরাইল মোড় দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা যাওয়ার সময় বিএনপি কর্মীরা ধাওয়া করে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে আশ্রয় নেয়। সেখানে বিএনপি কর্মীরা গিয়ে হামলা চালায়।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :