২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের সমাবেশ ঘিরে উত্তপ্ত রাজধানী। পোড়া গন্ধ ঢাকার আকাশে, টিয়ারগ্যাসের ঝাঁঝালো গন্ধ! আতঙ্কিত মানুষ। চারিদিকে নিস্তব্ধ। আধো আলোতে শুনশান নীরবতার মধ্যে কয়েকজন ব্যক্তি নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে যান।
বিএনপি ইশরাক হোসেন ও সাবেক সেনা কর্মকর্তা সোহরাওয়ার্দী সঙ্গে একজন ব্যক্তি যিনি নিজেকে মার্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বলে পরিচয় দেন। তার নাম মিয়া আরেফি। তিনি সেখানে উপস্থিত কিছু সংবাদকর্মীর সঙ্গেও মতবিনিময় করেন।
এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর বিএনপি মিডিয়া সেলের তরফে মিয়া আরেফি সম্পর্কে বিএনপি কিছু জানেন না। এছাড়া ঢাকার মার্কিন দূতাবাসও বিএনপিকে কিছু জানায়নি। এ বিষয়ে মার্কিন দূতাবাসও অবহিত হন বলে জানায়।
মিয়া আরেফির বিষয়ে গোয়েন্দা সংবাদ খোঁজখবর নিতে শুরু করে। রোববার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমিন মিয়া আরেফিকে ভুয়া বলে মন্তব্য করে গ্রেপ্তারের কথা বলেন।
বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফি রোববার বাংলাদেশ ছেড়ে যাবার সময় বিমান বন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেন। পরে তাকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বলে দাবি করা মিয়া আরেফির বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মানিকদিয়ার গ্রামে। গ্রামের মানুষের কাছে তিনি বেলাল হোসেন নামে পরিচিত। তারা বাবার নাম রওশন মণ্ডল।
মিয়া আরেফি ওরফে বেলালের বংশীয় চাচাতো ভাই জিয়া মণ্ডল বলেন, প্রায় ৩৫ বছর ধরে বেলাল সপরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তারা সবাই তাকে বেলাল হোসেন নামেই চেনেন। তবে তিনি সপরিবারে আমেরিকায় থাকলেও গ্রামে তার অনেক আত্মীয় রয়েছেন। এ বছর কোরবানির ঈদের পর গ্রামে এসেছিলেন।
তিনি যুক্তরাষ্ট্রে কি করেন এমন প্রশ্নের উত্তরে জিয়া মণ্ডল বলেন, বেলাল সেখানে ডেমোক্রেটিক পার্টির নেতা বলে জানি। তবে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা কিনা সেটা জানা নেই।
শনিবার বিএনপির নয়া পল্টন অফিসে নিজেকে জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়ার পর আলোচনায় আসেন তিনি। এরপর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মানিকদিয়ার গ্রামে তার জন্মের তথ্য পায় সলঙ্গা থানা পুলিশ। পরে মানিকদিয়ার গ্রামে খোঁজ নিতে গেলে এ তথ্যের সত্যতা পায় পুলিশ। জানা গেছে মানিকদিয়ার গ্রামে মিয়া আরেফির জন্ম ও শৈশব কাটলেও পাবনাতেও তাদের একটি নিজস্ব বাড়ি রয়েছে।
একুশে সংবাদ/এএইচবি/এসআর
আপনার মতামত লিখুন :