বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।
বুধবার (১ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডব্লিউএইচওয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে এক বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো সায়মা ওয়াজেদকে মনোনীত করার পক্ষে ভোট দিয়েছে। পরে ডব্লিউএইচওয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ৮টি ভোট পেয়েছেন ৷ আর নেপালের ড. সম্ভু প্রসাদ আচার্য্য পেয়েছেন ২ ভোট।
সুইজারল্যান্ডের জেনেভায় ২২-২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ১৫৪তম অধিবেশনে ডব্লিউএইচও’র নির্বাহী বোর্ডে মনোনয়ন জমা দেয়া হবে। নবনিযুক্ত আঞ্চলিক পরিচালক ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দায়িত্ব গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এদিকে, ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, আগামী পাঁচ বছরের জন্য ৮ - ২ ভোটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন সায়মা ওয়াজেদ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা এক্স হ্যান্ডেলে (টুইটার) একটি পোস্টে লেখেন, আমার জন্য আজকের দিনটি একটি বিশেষ দিন। আমি ডব্লিওএইচওর সদস্যদেশগুলোর সামনে আমার ভিশন ও পরিকল্পনা পেশ করব। আমি বিশ্বাস করি তাঁরা আমার ভিশন ও পরিকল্পনায় আগ্রহী হবেন। আমি এটাও আশা করছি যে, তাঁরা আমাকে ডব্লিওএইচওর আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত করবেন।
দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদ ছাড়াও এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নেপালের শম্ভু প্রসাদ আচার্য।
একুশে সনবাদ/ম.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :